শিরোনাম
◈ আওয়ামী লীগ  নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই : প্রধান উপদেষ্টা  ◈ বাজেট হবে ব্যবসা বান্ধব : অর্থ উপদেষ্টা ◈ ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের কাজ পেতে গাজপ্রমের দৌড়ঝাঁপ! ◈ মনপুরায় বেড়িবাঁধের কাজ করাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ৮ ◈ ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও সজিবের প্রাণ বাঁচাতে পারল না পরিবার ◈ পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে পাঁচজন নিহত, আশঙ্কাজনক ২ ◈ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ◈ এবার জবাব দিলো হামাস, রকেট হামলায় কাঁপল ইসরাইল ◈ সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে ‘জনতার দল’র আত্মপ্রকাশ ◈ পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন ১৯৬ কর্মকর্তা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর-ঢাকা নৌ রুটে ফিটনেসবিহীন লঞ্চ চলবে না

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সামনে আমাদের ঈদ। যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি লঞ্চকে শতভাগ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিষয়টি লঞ্চ মালিক কর্তৃপক্ষ দেখবেন। ফিটনেসবিহীন কোন লঞ্চ ২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা রুটে চলবে না। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। লঞ্চ উঠা থেকে নামা পর্যন্ত প্রতিটি যাত্রীকে সঠিক সেবা দিতে হবে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন এলাকায় নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি লঞ্চে ৪ জন আনসার সদস্য থাকবে। যেখানে সেখানে নৌকা থামিয়ে যাত্রী তোলা যাবে না। ঈদের ৫ দিন পূর্বে যাত্রী নিরাপত্তায় লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট থাকবে। কোন সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক চালক যাত্রী টানা হেচড়া করলে শুধুমাত্র ৫০০ টাকা জরিমানা নয়, পাশাপাশি তারা বাহনও জব্দ করা হবে।

ডিসি বলেন, নদীতে বাল্কহেড দিনে ও রাতে বন্ধ থাকবে। চাঁদপুরে যাত্রী পারাপারের জন্য দিনে স্পীড বোট চলবে, রাতে চলবে না। সময়টা অনেক খারাপ, তাই সকলকে সচেতন থাকতে হবে। যাত্রী কি নিয়ে লঞ্চে উঠছে, কি নিয়ে নামছে। এর জন্য লঞ্চঘাটে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলাবাহিনী থাকবে। এছাড়া লঞ্চঘাটে একটি কন্ট্রোল রুম খোলা হবে।

তিনি বলেন, অনেক যাত্রী ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলে নদী দূষণ করে। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ নজর দিবেন। প্রয়োজনে লঞ্চের প্রতিটি ফ্লোরে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করতে হবে। একটি সুন্দর ঈদ উদযাপনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ ইমতিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কোষ্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান।

আরোও বক্তব্য দেন বিআইডব্লিউটিএ উপ পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য, লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়