শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাই

কুমিল্লার বুড়িচংয়ে কংশনগর সোনালী ব্যাংকের এক গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে টাকা ছিনতাই করেছে প্রতারকচক্র। বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান।

সোমবার দুপুর ১২টার দিকে ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার সোনালি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, কুদ্দুছ ওই দিন নিজ বাড়ি থেকে একটি চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যান। তখন এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এ সময় অপরিচিত ৫-৬ জন গ্রাহক সেজে কুদ্দুছের পাশে এসে টাকা গণনা করে প্রতারকচক্র। তখনই ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) কুদ্দুছের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়।

এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারকচক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয় চক্রের সদস্যরা।

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান কংশনগর সোনালী ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং প্রতারকচক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। 

এই প্রতারকচক্রকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করে কংশনগর সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মাহফুজুল রহমান খান বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগেও আরেক ব্যাংকের গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, ‘দেবপুর ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়