শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে মুক্তি মিললো ভারতে পাচারে ২১ শিশু

আইরিন হক, বেনাপোল (যশোর) : ভালো কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ২১  বাংলাদেশি শিশুকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা নারী,শিশুরা নড়াইল,সাতক্ষীরা,পটুয়াখালি, খুলনা,ঢাকা,কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। 

এদেরকে কেউ ভাল চাকুরি, কেউ বাসাবাড়িতে কাজের কথা বলে নিয়ে গেলেও প্রতারণা করে ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছিল।

পুলিশের কার্যক্রম শেষে আইনি সহায়তার জন্য রাইটস যশোর এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফকুজ্জামান জানান,সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন সেল্টার হোমে রেখে দেয়। পরে দুই দেশের রাষ্ট্রীয় সহায়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়। পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধারকৃত বাংলাদেশিরা।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি রাসেল মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদেরকে পোর্টথানা থেকে আইনি সহায়তা ও কর্মসংস্থান সুবিধা দিতে গ্রহণ করেছে এনজিও প্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়