শিরোনাম
◈ দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ ◈ অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শফিকুল আলম ◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত ◈ বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রী সেজে গাড়ি ছিনতাই, বোয়ালমারী থেকে উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : যাত্রী সেজে ঢাকা থেকে ভাড়া করা গাড়ি ছিনতাইয়ের পর ফরিদপুরের বোয়ালমারী বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীযাত্রীসহ দুইজনকে বুধবার (১৯ মার্চ) ভোররাতে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ।  এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বোয়ালমারী বাজারের অগ্রনী ব্যাংকের সামনে থেকে গাড়ীটি উদ্ধার করা হয়।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ঢাকার বাড্ডা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে গোপালগঞ্জের মুকসুদপুর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে পাঁচজন যাত্রী। এদের মধ্যে একজন নারী যাত্রীও ছিল। 

পুলিশ জানায়, এক পর্যায়ে গাড়ীর চালক জামাল হাওলাদারকে যাত্রীরা কাশিয়ানীর ব্যাসপুর নামবো বলে জানায়। ওইদিন ভোর সাড়ে ৪টার দিকে ব্যাসপুর এলাকায় নারী যাত্রীসহ তিনজন নেমে যায়। এ সময় চালক জামাল গাড়ীর পিছনের ব্যাকডালা খুলে লাগেজ নামাতে গেলে গাড়ীতে থাকা দুইজন গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই গাড়ীর মালিক সোহেল রানা খবর পেয়ে জিপিএসের মাধ্যমে গাড়ীর লোকেশন সনাক্ত করে ৯৯৯ ফোনের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী থানাকে জানায়। বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে বোয়ালমারী বাজারের অগ্রনী ব্যাংকের সামনে থেকে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ ফোন পেয়ে বোয়ালমারী বাজার থেকে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়। যেহেতু ঘটনাস্থল কাশিয়ানী থানার মধ্যে তাই গাড়িটি কাশিয়ানী থানা পুলিশের কাছে বুধবার দুপুর আড়াইটার দিকে হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, ছিনতাইয়ের ঘটনায় কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। কাশিয়ানী থানা এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়