শিরোনাম
◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত ◈ বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ ◈ ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন! ◈ কেন ড. ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : রাজস্ব থেকে সম্মানী অথবা দৈনিক হাজিরা সহ অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করছে বৃহত্তর দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা। এ উপলক্ষে একটি মানববন্ধনও করেছে তারা। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দিনাজপুর শাখার সভাপতি সেলিম বাদশা,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় শাখার আরিফুল ইসলাম ও অহিবুল ইসলাম প্রমুখ। কর্মসূচীতে সংগঠনের দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোন বেতন ভাতা পাইনা। এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে সম্মান জনক ভাতা ও দৈনিক হাজিরার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহিত হয়েছিল তার দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছিনা।

আমরা যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছি তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছিনা এবং এতগুলো বেসরকারী কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোন যৌক্তিকতা নেই। এছাড়াও আমাদের এসব দাবী সহ যে ৭ দফা দাবী রয়েছে তা আমাদের অস্তিত্ব রক্ষার দাবী। দ্রুত এসব যৌক্তিক দাবী মানা না হলে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের দাবীগুলো এক দফা দাবীতে পরিনত হবে এবং তারা বৃহৎ আন্দোলনের দিকে যাবার হুশিয়ারী দেয়া হয় কর্মসূচী থেকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়