শিরোনাম
◈ বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে: অর্থ উপদেষ্টা ◈ ইতালি প্রবাসী ফুটবলার জুনে জাতীয় দলে যোগ দেবেন, ক্রীড়া উপদেষ্টাকে জানালেন বাফুফে সভাপতি ◈ গাজা ইস্যু নিয়ে আহমাদুল্লাহ-আজহারির ফেসবুক পোস্ট ◈ 'চন্দ্রিমা উদ্যান' নাম পরিবর্তন করে পুনরায় 'জিয়া উদ্যান' ঘোষণা ◈ পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা ◈ আইনজীবী বলেন, ‘আপা, আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে, উত্তরে যা বললেন দীপু মনি ◈  আবহাওয়ার পূর্বাভাস: টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ◈ সাত বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড ◈ পেছাল এসএসসির গণিত পরীক্ষা, নতুন রুটিন প্রকাশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 আবহাওয়ার পূর্বাভাস: টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চৈত্রের গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। সর্বত্রই যেন এক পশলা বৃষ্টির অপেক্ষা। এই অবস্থায় আগামী ২ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি। বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে শুক্র ও শনিবার (২১-২২ মার্চ) চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এরমধ্যে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অন্যদিকে শনিবার একই সময় পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'’ক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়