শিরোনাম
◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত ◈ বৃহস্পতিবার সব মহানগরে জামায়াতের বিক্ষোভ ◈ ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন! ◈ কেন ড. ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন?

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পুকুরে ভাসছিল এক কৃষকের মরদেহ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের কমলাপুর ডিআইবি বটতলার একটি পুকুর হতে ভাসমান অবস্থায় মুক্তার হোসেন (৫৪) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের বদরের পুকুর থেকে মুক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত. আব্দুর রাশেদ শেখের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয়রা সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে তার পরিবারের সদস্যরা জানান, মুক্তার হোসেন শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তার হার্টে পূর্বে থেকেই তিনটি রিং পড়ানো ছিল। সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। 
 
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়