কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার নতুনবন্দর স্থলবন্দরে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। নতুনবন্দর স্থলবন্দর আমদানি রপ্তানি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলেপ উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীরা জানান, ভারত থেকে নেমে আসা পাথরের ট্রাক প্রতি ৩৭০০ টাকা নেন আলেপ উদ্দিন। টাকা না দিলে নানা ধরনের হুমকি দেন। নিরিহ ব্যবসায়ীরা তাই টু শব্দ করার সাহস পাচ্ছেন না।
আলেপ উদ্দিন বিগত আওয়ামী লীগের আমলে এমপি বিপ্লব হাসান পলাশের নাম ভাঙিয়ে বিভিন্ন সেক্টরে চাঁদাবাজী করত। বর্তমানে আওয়ামী লীগের সকল স্তরের নেতা পালিয়ে থাকলেও আলেপ উদ্দিন বিএনপি’র কাঁধে ভর করে এলাকায় বহাল তবিয়তে রয়েছে। সেই সাথে পূর্বের ব্যবসা চাঁদাবাজীও অব্যাহত রেখেছে।
অভিযোগ উঠেছে তাকে সমর্থন দিচ্ছেন রৌমারী উপজেলা বিএনপি’র কতিপয় নেতা। রৌমারী আমদানি রপ্তানী এসোসিয়েশনের সভাপতি বিএনপি নেতা রাজ্জাক দ্বায়িত্বে থাকা অবস্থায় এবং অপারেশন ডেভিলহান্ট চলা অবস্থায় আওয়ামী নেতার এ চাঁদাবাজি নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
বিষয়টি নিয়ে আলেপ উদ্দিনের সাথে যোগাযোগ করলে চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করে বলেন, ওটা চাঁদাবাজী নয়; এসোসিয়েশনের শ্রমিকদের জন্য জমা হয়। আমরা এই টাকা ভবিষ্যতে গরীব শ্রমিকদের পিছনে খরচ করব। কারও মেয়ের বিয়ে দেয়ার ব্যাপারেও খরচ হবে।