আরিফুজ্জামান চাকলাদার : ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে বাঁধা দেওয়ায় ও অসদ আচরনের দায়ে এক বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জানা যায় যে, ১৮ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বাজারের ধান ব্যবসায়ী মো. ইস্রাফিল মোল্যা পার্শ্ববর্তী সিমেন্ট ব্যবসায়ী মেসার্স কচি এন্টারপ্রাইজ এর সিমেন্ট বোঝাই ট্রাক দিনের বেলায় মাল খালাসের সময় রাস্তায় যানজট নিরসনকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম রায়হানুর রহমানের সাথে তিন দফা বাকবিতন্ডায় লিপ্ত হলে ইস্রাফিল মোল্লা কে আটক করে।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় সরকারি কর্মচারীকে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে হয়রানি করার হুমকি দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ, কে, এম রায়হানুর রহমান।