আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিক্রি নিষিদ্ধ ২৫ কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম আদমদীঘি বাজারে অভিযান চালিয়ে বিক্রির সময় ওই পরিমান মাছ গুলো জব্দ করেন।
আদমদীঘি উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে আদমদীঘি বাজারে বিক্রি নিষিদ্ধ ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলামের নেতৃত্বে আদমদীঘি বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি ঝাটকা ইলশ মাছ জব্দ করেন। পরে জব্দকৃত ঝাটকা কয়েকটি এতিম খানায় প্রদাণ করা হয়।