শিরোনাম
◈ ব্যক্তির ছবি থাকছে না নতুন টাকায়, হাতে পাওয়া যাবে যখন (ভিডিও) ◈ সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম ◈ পুঁজিবাজারের উন্নয়নে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটি ◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও) ◈ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: মার্কিন সিনেটর গ্যারি পিটার্স 

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে চাঁদাবাজির অভিযোগে ২জন গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সিলেটের পি‌ডি‌বি প্রজেষ্ট অ‌ফিসের অধীনে ছাতকে মেরামতে নামে বিদ‌্যুৎ গ্রাহকদের কাছ থেকে চাঁদাবা‌জি করতে গিয়ে দুই জনকে গ্রেফতার করেছে সেনাবা‌হিনী। গত সোমবার বিকালে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম উপজেলার জাউয়া বাজার এলাকায় দেওকাপন গ্রামে অভিযান চালিয়ে মাসুম চৌধুরী ও ফজলুর রহমান ওরফে ফাহাদকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাউখালী প্রকাশ কাউলজানী গ্রামের মৃত সাহাদাত আলী চৌধুরী পুত্র ও ফজলুর রহমান ফাহাদ (৩২) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার গুহকোনা গ্রামের বাদশাহ মিয়ার পুত্র। তারা দু'জনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের সেলিম সি‌দ্দিকীর বাড়িতে ভাড়াটে থাকেন। 

গত মঙ্গলবার সকালে আসামীদেরকে ছাতক থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত সোমবার রাতে উপজেলার জাউয়াবাজার ইউপির দেওকাপন গ্রামের মৃত আব্দুস ছত্তারের পুত্র সাইদুল হক বাদী হয়ে ঠিকাদা‌রি প্রতিষ্টানের মা‌লিক হাজী শহীদ তালুকদারকে প্রধান, তার শ‌্যালক মাসুম ও ফজলুর রহমান, কামাল তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা আশরাফ, উপজেলা যুবলীগ নেতা চাদ মিয়া ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাঁশতলা গ্রামের আইন উদ্দিনের পুত্র আজিজ রহমান নাম উল্লেখ করে প্রতারনা ও চাঁদাবা‌জির মামলা থানায় রুজু করেন।

এ বিষয়ে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, চাঁদাবা‌জি করতে গিয়ে সেনাবা‌হিনীর হাতে দুজন গ্রেফতার হন। পুরাতন লাইন মেরামতের নামে ৫বছর ধরে এক‌টি চাঁদাবাজ চত্রু প্রতারনা করে আসছে ছাতকে। এ চত্রেুর বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন‌্যান‌্য আসামীদের গ্রেফতারে অ‌ভিযান অব্যহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়