খুলনায় আট বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আবুল কাশেম (৫৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল কাশেম কাশিমনগরের বাসিন্দা। তিনি মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় সরদারপাড়া জামে মসজিদের মক্তব্যে শিশুদের আরবি পড়াতেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী আবুল কাশেমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৯-এর ৪(খ) ধারায় থানায় মামলা করেছেন। পাইকগাছার থানা অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিশুটি সরদারপাড়া জামে মসজিদের মক্তবে অন্য শিশুদের সাথে আরবি শিখতে যায়। আবুল কাশেম স্লেটে আবরি বানান শিখাতে গিয়ে বারবার ওই শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন।
পরে বাড়ি পৌঁছে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ ঘটনা ঘটনা জানাজানি হলে সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা কপিলমুনি বাজারে আবুল কাশেমের নিজস্ব দোকানে হানা দেয়। তাকে সেখান থেকে বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পাইকগাছার থানা অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, শিশুটি নিপীড়ন ঘটনায় থানায় মামলা হয়েছে।
শিশুটি উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবুল কাশেকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।