গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের ঘটনায় বিষা শেখ (৭৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষা শেখ উপজেলার হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।
এর আগে, সোমবার দুপুর ২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টা খেতে ডেকে নেন বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উৎস: সমকাল।