শিরোনাম
◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ 

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে (৮) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. তাসসীব (১৪), কওমী জুট মিলস হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও সদর উপজেলার রামগাতী মহল্লার মো. সালাউদ্দিনের ছেলে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছিলো। বর্তমানে পুলিশ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শিশুটির পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (১৬ মার্চ) বিকালে রামগাতী মহল্লার মোঃ সালাউদ্দিনের বাড়ীর টয়লেটে পাশে খেলা করতে গেলে তাকে জোরপূর্বক টয়লেটে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। একই দিন রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীর বাবা শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়