শিরোনাম
◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খাওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের চারজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি মো. সুলাইমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত শিশুটির নাম ফাতেমা আক্তার (৫)। সে গ্রামের হানিফ সরদারের মেয়ের দিকের নাতনি। এ ঘটনায় আহতরা হলেন শিশুটির মা সাবিনা আক্তার (২০), খালা সীমা (১৮), সুমনা (১৩) এবং নানি আকলিমা আক্তার (৫৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, তিনি নদী থেকে অন্যান্য মাছের সঙ্গে পটকা মাছও ধরে এনেছিলেন। রাতে রান্না করা পটকা মাছ খাওয়ার পর তার স্ত্রী, তিন মেয়ে এবং নাতনি অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটে ব্যথা, বমি এবং খিঁচুনি শুরু হয়। পরে তিনি তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, রাত ২টার দিকে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। স্বজনরা জানান, তারা রাতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সুব্রত কর্মকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়