শিরোনাম
◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের ◈ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে কেন লুকোচুরি? ◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে ফরিদপুর ছাত্র জনতার বিক্ষোভ মিছিল  

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ‌(১৬ মার্চ) সকাল ১১:৩০ টার দিকে ফরিদপুর ছাত্র জনতার উদ্যোগে, উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থী  সাইফ খানের সভাপতিত্বে  সারাদেশে অব্যাহত ধর্ষণ,নারী নিপীড়ন ও বিচার বিভাগের অব্যাবস্থাপনার বিরুদ্ধে একটি পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এটি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণপূর্বক কোর্ট চত্বরে এসে  শেষ হয় এবং মিছিল পরবর্তী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  শিক্ষার্থী  নিরব ইমতিয়াজ শান্ত, সৌরভ হোসেন, মোঃ সোহেল রানা, কাজী জেবা তাহসিন, সানজিদা স্বাগতা, সোমা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ‌ সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন " গত ১৭ বছর যারা অন্যায় ভাবে শাসন করে গেছে তারাই ষড়যন্ত্রমূলকভাবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। বক্তারা  অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন  তনু থেকে আছিয়া আমরা কারো বিচার নিশ্চিত করতে পারি নাই। বর্তমান সমাজে বাবার হাতে কন্যা সন্তানও নিরাপদ নয়। বর্তমান সমাজে নারীরা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। বক্তারা আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধর্ষকের পক্ষে কেউ মামলা মামলা পরিচালনা করবেন না। ধর্ষকদের বিচার হতে হবে। এদের হাত থেকে পরিবার , সমাজ, জাতি কারো রক্ষা নেই। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়