শিরোনাম
◈ ২৬ মার্চে কুচকাওয়াজ হবে ঢাকা ছাড়া ৬৩ জেলায় ◈ 'ধর্ষণ' নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা ◈ আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে: এনবিআর ◈ বিএনপি ক্ষমতায় এলে বিগত সরকারের সময়ে হওয়া সব হত্যার বিচার করা হবে: তারেক রহমান  ◈ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, সত্য নয়: প্রেস উইং ◈ নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে: মির্জা ফখরুল  ◈ আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে বিএনপি, বিরোধী দলে এনসিপি ◈ করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব সিপিডির ◈ রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ ◈ পরিবারের পাঁচ সদস্যসহ নাজমুল হোসেন পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো:আদনান হোসেন ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারী (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাওসার সুলতান। 

ধামরাই পৌরশহরের পাঠান টোলা এলাকা থেকে গতকাল রাতে তাকে আটক করে পুলিশ। আটককৃত শ্রী ভবেশ চন্দ্র অধিকারী নীলফামারী জেলার ডোমরা থানার নয়ালী বাগ ডোকরা এলাকার মোহনী মোহন অদিকারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে ধামরাই পৌর শহরের পাঠান টোলা এলাকায় মাদক ইয়াবা বিক্রি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌছিয়ে ৪০০পিস ইয়াবাসহ শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে আটক করেন ধামরাই ধামরাই থানায় নিয়ে আসি।

এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)মোঃ কাওসার সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌরশহরের পাঠানটোলা এলাকা থেকে মাদক কারবারি শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে ৪ শ পিস ইয়াবা(যারমুল্যে ১,২০,০০০/=) আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানতে পারি শ্রী ভবেশ চন্দ্র অধিকার দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে শ্রী ভবেশ চন্দ্র অধিকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়