শিরোনাম
◈ রাজধানীর ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ◈ ২০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ ◈ রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক ◈ আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথম সুপার ওভারে শূন্য ◈ মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও তার দল আবাহনী পেয়েছে বড় জয় ◈ সৌদি আরবে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট ◈ বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি তিতুমীর শিক্ষার্থীদের ◈ একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না: আসিফ নজরুল ◈ পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার ◈ সরকারের প্রায় ৮ মাস হয়ে গেল সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই: ড.খন্দকার মোশাররফ 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে শিশু ধর্ষণের চেষ্টা, হামলা ভাংচুর, গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাবুল মিয়া (৩৫)কে জনতা আটক করে পুলিশে সোর্পদ ক‌রে‌ছে। জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর (তোঁতো নগর) জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা চলে আসছে।

গত শুক্রবার সকালে ভিকটিম মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায়। এ সময় তাকে একা দেখতে পেয়ে কৌশলে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি শ্রেণী কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের ছমরু মিয়ার লম্পট ছেলে সাবুল মিয়া (৩৫)। এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন এগি‌য়ে আসলে ঘটনাস্থল থে‌কে লম্পট সাবুল পালিয়ে যায়।

পরে সারা দিনব‌্যা‌পি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন একটি কুচত্রু মহল। একপর্যায়ে ঘটনা জানাজানি হলে রাতে লম্পট সাবুলের বাড়িতে হামলা ভাংচুর ক‌রেন স্থানীয় লোকজন। এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কর‌ছেন। প‌রে ঘটনার অ‌ভিযুক্ত লম্পট সাবুল মিয়াকে রাতেই গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের বাবা ছা‌নো মিয়া বাদী হ‌য়ে থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। এ মামলায় গত শ‌নিবার দুপু‌রের ধর্ষণের চেষ্টার অপরাধে গ্রেফতার দেখি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হয়ে‌ছে।

এ ব‌্যাপা‌রে ও‌সি মোখলেছুর রহমান আকন্দ ঘটনাব সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, অভিযুক্তের বিরুদ্ধে ছানো মিয়া বাদী হয়ে মামলায় দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। আদালত তার জা‌মিন না মঞ্জুর করে কারাগা‌রে পাঠিয়ে দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়