শিরোনাম
◈ রাজধানীর ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ◈ ২০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ ◈ রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক ◈ আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথম সুপার ওভারে শূন্য ◈ মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও তার দল আবাহনী পেয়েছে বড় জয় ◈ সৌদি আরবে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট ◈ বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি তিতুমীর শিক্ষার্থীদের ◈ একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না: আসিফ নজরুল ◈ পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার ◈ সরকারের প্রায় ৮ মাস হয়ে গেল সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই: ড.খন্দকার মোশাররফ 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুরতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ঘুরতে এসে নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মিহাদ ইসলাম (১৮) ও আশাদুজ্জামান আসাদ(১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মিহাদ মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে। আসাদ মিরপুর ১৩ এর(টেকি) এলাকার কামরুল ইসলাম এর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ ৪ বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসে। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে।

গোসলের এক পর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ ও শনিবার সকালে আসাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। শুক্রবার সন্ধায় মিহাদের মরদেহ ও শনিবার সকালে আসাদের মরদেহ উদ্ধার করা হয়। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মনির হোসেন বলেন,সাতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে।নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়