শিরোনাম
◈ রাজধানীর ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ◈ ২০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ ◈ রাজধানীতে ৫ ছিনতাইকারী আটক ◈ আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথম সুপার ওভারে শূন্য ◈ মুমিনুলের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও তার দল আবাহনী পেয়েছে বড় জয় ◈ সৌদি আরবে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট ◈ বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার ১৫ ঘণ্টার আল্টিমেটাম ও ৬ দফা দাবি তিতুমীর শিক্ষার্থীদের ◈ একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না: আসিফ নজরুল ◈ পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার ◈ সরকারের প্রায় ৮ মাস হয়ে গেল সংস্কারের স্পষ্ট কোনো কিছু দিতে পারে নাই: ড.খন্দকার মোশাররফ 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:২৫ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ বছর পর ‘স্বপ্নে দাদির আদেশ’ পেয়ে পৌর আ. লীগ নেতার বিরুদ্ধে ছাগল হত্যার অভিযোগ

‘স্বপ্নে দাদির আদেশ’ পেয়ে ৬ বছর পর পৌর আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে থানায় ছাগল হত্যার অভিযোগ দায়ের করেছেন নান্নু ফকির নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরদাসপুর উপজেলায়।

জানা যায়, নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যার অভিযোগ এনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলামের নামে থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের পাশাপাশি শুক্রবার (১৪ মার্চ) বিকেলে থানা চত্বরে অবস্থিত চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। নির্বাচনী গণসংযোগের নিয়ন্ত্রণহীন গাড়ি বহরে পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে নান্নু ফকিরের একটি বড় (গর্ভবতী) ছাগল মারা যায়।

প্রায় ৬ বছর আগেই ছাগলের আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ৩০ হাজার টাকা। তিনি হতদরিদ্র মানুষ। ছাগলের মৃত্যুর পর জাহিদুল ইসলাম ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়ে চলে যান। ছাগলটি নান্নু ফকিরের দাদির অনেক প্রিয় ছিল। নান্নুর দাদির মৃত্যুর পরও বারবার ছাগলের ক্ষতিপূরণ নিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি দিয়ে ফিরিয়ে দেয়া হয়।

নান্নু ফকির জানান, সম্প্রতি গভীর রাতে তার মৃত দাদি স্বপ্নের মধ্যে এসে তাকে বলেছেন―ছাগল হত্যাকারীর বিচার করার জন্য। এ কারণে তিনি ছাগল হত্যার ঘটনায় গুরুদাসপুর থানায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের নামে বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় তখন বিভিন্ন স্থানে বিচার চেয়েও পাননি। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করেছেন। এমনকি মসজিদ-মাদরাসায় নাম ফুটানোর জন্য দান করেন তাও বাকিতে। সেই বকেয়া দানও তিনি দেন না।

পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মুঠোফনে দাবি করেন, এমন ঘটনা তার জানা নেই। নান্নু ফকির বেশ কিছুদিন আগে মোবাইল ফোনে জানিয়েছিল। আমি বলেছি সাক্ষাতে বসে সমস্যার সমাধান করা যাবে। সত্যিই যদি এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দেব।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, নির্বাচনী গাড়ি বহরে চাকার নিচে পৃষ্ট হয়ে ছাগল মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ থানায় এসেছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়