শিরোনাম
◈ ফরেনসিক ডিএনএ ল্যাব হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ◈ এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন ◈ চুয়েট নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার ◈ নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির ভিন্নমত, জাতীয় ঐকমত্য কমিশনে চিঠি ◈ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত সিদ্ধান্ত : আইন উপদেষ্টা ◈ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান (ভিডিও) ◈ করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের ◈ স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ◈ ভারতীয় মিডিয়া বিশ্বব‍্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা ◈ পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে ড্রেজার মেশিন  দিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে  পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। এসময় উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর  ফসলী জমি ও কয়েকটি ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। পরে আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ফুলকুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়