শিরোনাম
◈ রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের ◈ রোহিঙ্গারা আগামী বছর যেন নিজ বাড়িতে ঈদ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ◈ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ◈ সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই: সারজিস ◈ (১৫ মার্চ) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ শনিবার জাতিসংঘ মহাসচিবের যত কর্মসূচি ◈ টিউলিপ সিদ্দিক জাল স্বাক্ষর করেছিলেন বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি? ◈ নওফেল, বিপ্লবকে ১০ কোটি টাকায় পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে! ◈ তিন মাসের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০১:১৩ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বাবা হত্যার বিচার চাইতে মানববন্ধনে ৩ বছরের শিশু কন্যা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনায় নিহত আহসানুল ইসলাম অর্কিড (৩২) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নিহত অর্কিডের ৩ বছরের শিশু কন্যা অকিয়া তাবাসসুম মায়ের সাথে মহাসড়কে দাড়িয়ে বাবা হত্যার বিচার দাবি জানায়। সে সময় অকিয়াকে বার বার বলতে শোনা যায়, আমি আমার বাবা হত্যার বিচার চাই, আমি বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। মানববন্ধনে আহসানুল ইসলাম অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে শরীরে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। পরকীয়া বলে হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামীরা এখানো ধরাছোয়ার বাইরে। সে সময় তিনি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

উল্লেখ্য, চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় ১০ মার্চ (সোমবার) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান অর্কিড। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়