শিরোনাম
◈ পিনাকী ভট্টাচার্যের ‘দখলের’ ঘোষণায় রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ ◈ পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি! ◈ বাংলাদেশে কি উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে? ◈ ব্রজিল দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নেইমার ◈ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের যে বার্তা দিলেন ড. ইউনূস (ভিডিও) ◈ সেভেন সিস্টার্সের বন্দর নাই, তাই কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা! ◈ টকশোতে উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ালেন নুর-হান্নান মাসউদ! (ভিডিও) ◈ ৪৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প! ◈ রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতিবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন। বর্তমানে শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

শিশু ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন। জহুরুল মোল্লা ওরফে সাগর বরিশাল জেলার আগৈলঝাড়া  উপজেলার  আসকোর গ্রামের হেলার মোল্লার পুত্র। সে দোয়ানী এলাকায় বিদ‌্যুৎতের খুটি বসানোর কাজ করেন।

অভিযোগ সূত্র ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভোগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যায়। এ সময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়েন অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লাকে (সাগর) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসা এক শিশুকে ভর্তি করানো হয়েছে। ওই শিশুর সঙ্গে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়