মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : "ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন" এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে দেশব্যাপী ধর্ষন, ছিনতাই, ডাকাতিসহ সকল অরাজকতার প্রতিবাদে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়ে মিছিলটি বয়ড়া বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, সাধারণ সম্পাদক রাকিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম অন্তর, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইজাজ আহম্মেদ কৌশিক, সংগঠক আসাদুজ্জামান নূর সরকার, ইউনিয়ন যুগ্ম সদস্য সচিব সাকিবুল ইসলাম শান্ত, রেজওয়ান খান জ্যোতি, মোঃ ছাব্বির, হাসান আল সাকিব, মোঃ রাজু, শাহাদাত তালুকদার, সোহাগ, জনি, সোহান, হাবিব সহ পোগলদিঘা ইউনিয়ন এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।