শিরোনাম
◈ ‘জান্নাতে কোনো ধর্ষক নেই, আছিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না’ ◈ তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের ◈ ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা ◈ বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে: গুতেরেস ◈ ফের ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার, ভিত্তিহীন এসব খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ◈ জুমার দিনে যে পাঁচ ভুল কোনোভাবেই কাম্য নয় ◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

রতন কুমার রায়, ডোমার(নীলফামারী)প্রতিনিধি : দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডোমার রেলগেট বাজারে সংগঠন "নবজাগরণ, ডোমার"- এর আয়োজনে এবং "হৃদয়ে ডোমার"-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ডোমারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজের সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আর এল একাডেমী কোচিং সেন্টারের পরিচালক শহীদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ছাত্র প্রতিনিধি শরীফ আহমেদ, অর্নব আলিফ প্রমুখ। বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ অপরাধীরা বারবার আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে আয়োজক সংগঠন "নবজাগরণ, ডোমার"-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়