শিরোনাম
◈ ৩ সংবাদমাধ্যমসহ জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার জব্দ ◈ অগ্রিম টিকিট বিক্রি শুরু, কোন তারিখে ট্রেনের কোন টিকিট এর বিষয়ে যা জানাগেল ◈ ইরানকে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী ◈ আমি জানি না, ওরা কেনো মাঠ থেকে অবসর নিলো না : খালেদ মাহমুদ সুজন ◈ হান্ড্রেড বলের ক্রিকেটে বাংলাদেশের ২৯ ক্রিকেটারের কেউই দল পেলেন না ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব ◈ গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত ◈ বাংলাদেশে থাকতে চাই না, আমাদের বার্মা ফেরত পাঠাও, খাদ্য সহায়তা কমানোয় দেশে ফিরতে চান রোহিঙ্গারা ◈ সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্তে হাজারো ওমরাহযাত্রী  বিপাকে ◈ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

রতন কুমার রায়, ডোমার(নীলফামারী)প্রতিনিধি : দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডোমার রেলগেট বাজারে সংগঠন "নবজাগরণ, ডোমার"- এর আয়োজনে এবং "হৃদয়ে ডোমার"-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ডোমারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজের সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আর এল একাডেমী কোচিং সেন্টারের পরিচালক শহীদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ছাত্র প্রতিনিধি শরীফ আহমেদ, অর্নব আলিফ প্রমুখ। বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ অপরাধীরা বারবার আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে আয়োজক সংগঠন "নবজাগরণ, ডোমার"-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়