শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বিরলে মানববন্ধন

এম,এ কুদ্দুস,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বুধবার দুপুরে ডেমোক্রেসি ওয়াচ এর সহযোগিতায় বিরল যুব ফোরাম এর আয়োজনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা শেষে একটি র‌্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

ডেমোক্রেসি ওয়াচ এর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় সভায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার, বিরল যুব ফোরাম এর আহ্বায়ক লালন শেখ, ডেমোক্রেসি ওয়াচ এর আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার নাফিজা সাদাফ প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দেশব্যাপী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি র‌্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়