শিরোনাম
◈ ধর্ষণের বিচার দ্রুত করতে আইন সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ ভাইরাল ৮ উপদেষ্টার অনুমোদনপত্রকে ভুয়া বললেন প্রেসসচিব ◈ চিকিৎসা অবহেলায় ম্যারাডোনার মৃত্যু, চার বছর পর ৭ চিকিৎসকের বিচার শুরু ◈ ইউএসএআইডির নথিপত্র ধ্বংসের নির্দেশ ◈ ১৫ বছরের নিচে হজে যাওয়া যাবে না! ◈ ওবায়দুল কাদেরের কললিস্ট থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের সাহায্য পুনর্বহাল  ◈ আয়ারল্যান্ডের আর্থিক দুরাবস্থা, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করলো ◈ মাত্র সাত দেশ ‘হু’র বায়ু মান পূরণ করেছে ◈ আওয়ামী লীগ ছদ্মবেশ পরিবর্তন করে চাঁদাবাজি করছে, চিহ্নিত করে বিতাড়িত করতে হবে  : মির্জা আব্বাস 

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০১:৪৯ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে বলাৎকার, কাউকে জানালে দেন হত্যার হুমকি

রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে বলাৎকার এর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বলাৎকারের শিকার ওই যুবকের মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলা করেছেন।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, তার ছেলে সহজ-সরল প্রকৃতির।

গত শনিবার রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী ওই ব্যক্তি জরুরি কথা আছে বলে তাকে ডেকে বাসায় নিয়ে বলাৎকার করেন।

বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,  এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্প্রতি মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশু এখনো চিকিৎসাধীন।

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক ধর্ষণের খবর সংবাদের শিরোনাম হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে হট নম্বর চালু করা হয়েছে। বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। উৎস: কালের কণ্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়