শিরোনাম
◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ ফরিদপুরে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধকে উদ্ধার করলেন নির্বাহী কর্মকর্তা ◈ ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ দিয়েও ছেলেকে ফেরত পেলনা পিতা ◈ নোয়াখালীতে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার ◈ কবে হবে সংস্কার?  ◈ শেরপুরে গারো পাহাড়ে আগুন ; নেপথ্যে শালবাগান ধ্বংসের পায়তারা ও জবরদখলের অভিযোগ !

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ১২:৩৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আছিয়ার ধর্ষকদের বিচার অতিদ্রুত সময়ের নিশ্চিত করুন : ছাত্রদল

মনিরুল ইসলাম: নারী নিপীড়ন বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন, বিচারহীনতার প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধনের এই কেন্দ্রীয় কর্মসূচি করে ছাত্রদল। বেলা ১২টায় হাইকোর্টের মেইন গেইটের সামনে এই কর্মসূচি শুরু হয়, চলে আড়াই ঘণ্টা। মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে এজন্য আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেইনি। কিন্তু এই ধরনের ঘটনা অব্যাহত থাকে, নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই, অতি শিগগরিই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভূতি বুঝার চেষ্টা করেন, আছিয়ার ধর্ষকদের বিচার অতিদ্রুত সময়ের নিশ্চিত করেন। দয়া করে আজকে থেকে আরও বেশি সচেষ্ট হোন।

তিনি বলেন, ধর্ষণ, নারী নিপীড়নের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করেন। অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করেন তাহলে আমরা আপনাদের দিকে আঙুল তুলতে বাধ্য হবো। যেভাবে ছিনতাইকারীরা সন্ধ্যার পর হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা আক্রান্ত হচ্ছে। আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি করুন। আছিয়াসহ বিভিন্ন ধর্ষণ ঘটনার  দ্রুততম সময়ে তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করুন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে নির্মমতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর কিন্তু গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন, ২০১৮ সালে নোয়াখালীর সূবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে আমার বোন পারুলকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তার বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণধষর্ণ করেছে- তার বিচার এখনো নিশ্চিত করা যায়নি। গত সাড়ে ১৫ বছর যে নারী প্রতি নিপীড়ন, ধর্ষণ, অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেগুলো এদেশের মানুষ ভুলে যায়নি।

নাছির বলেন, গত কয়েকদিন আগের নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তাতে কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিলো। কিন্তু আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সেই ধর্ষক বা নারী নিপীড়নকারীকে তদবীর করে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে। আমরা দেখেছি, নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা, সে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসেবে দোষী প্রমাণিত হয়েছে, তাকে পর্যন্ত সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এই সরকারের স্টেকহোল্ডার দু’একজন গুপ্ত নেতারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে, তাদের বিষয়ে সরকারের সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়