শিরোনাম
◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে ◈ রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব ◈ কাফির বাড়ি পোড়ানোয় দুই পরিকল্পনাকারী গ্রেপ্তার, জানা গেল তাদের পরিচয় ◈ ফরিদপুরে ছাগলের ঘরে তালাবন্দি বৃদ্ধকে উদ্ধার করলেন নির্বাহী কর্মকর্তা ◈ ঠাকুরগাঁওয়ে মুক্তিপণের ২৫ লাখ দিয়েও ছেলেকে ফেরত পেলনা পিতা ◈ শেরপুরে গারো পাহাড়ে আগুন ; নেপথ্যে শালবাগান ধ্বংসের পায়তারা ও জবরদখলের অভিযোগ ! ◈ কেম্যান আইল্যান্ডস ও পাঁচ দেশে শেখ হাসিনার সম্পদের সন্ধান মিলেছে ◈ আইপিএল থেকে সরে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার মুখে ইংল্যান্ডের হ্যারি ব্রুক

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে হবে সংস্কার? 

হাবিবুর রহমান : নেত্রকোনার পূর্বধলায় মাত্র ৩ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারের অভাবে ভোগান্তির যেন শেষ নেই। পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে উত্তর দিকে উপজেলার জারিয়া ইউপির বাড়হা পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দীর্ঘ দুই দশকেও কোনো সংস্কার নেই। উপজেলা সদর, বুধি, বারধার, জুগলী, ভিতরগাঁও, মৌদাম, কান্দা, বাড়হা গ্রামের মানুষের আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি।

সড়কটি দিয়ে যানবাহন চলাতো দূরে থাক হেঁটে চলাচল করাও মুশকিল। সড়ক সংস্কার না করায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এ সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তে পরিণত হয়েছে। বৃষ্টিতে খানা-খন্দে পানি ভরে সড়কটিতে দুর্ভোগের শেষ নেই। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। জরুরিভিত্তিতে সড়ক সংস্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। 

জানা যায়, ২০০৫ সালে সাবেক সংসদ-সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী জনগুরুত্ব বিবেচনা করে রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটি পাকা করে দেন। সেই থেকে এ রাস্তাটির দিকে আর কেউ তাকাননি। বর্তমানে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, রাস্তাটি রেল লাইনের পাশ দিয়ে নির্মাণ করায় ওই রাস্তা নিয়ে রেলওয়ের অনুমতি না দেওয়ায় জনদুর্ভোগ থাকাসত্ত্বেও সড়ক মেরামত করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, রাস্তাটি রেল লাইনের পাশে হওয়ায় রেলওয়ের অনুমতি না দেওয়ার কারণে সংস্কার করা সম্ভব হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি পেলেই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়