শিরোনাম
◈ আসছেন জাতিসংঘের মহাসচিব: গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার প্রসঙ্গ   ◈ ভূমিকম্পের আভাস: ঢাকায় তাৎক্ষণিক ২ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা ◈ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বশেষ অবস্থা জানাল আইএসপিআর ◈ ৪৮টি থানা এলাকায় পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি ফোর্স ◈ আ. লীগের নেতা-কর্মীরা নিষিদ্ধ হলে কোথায় যাবে? ◈ বুয়েটে চান্সপ্রাপ্ত মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান ◈ আমরা ৫ আগষ্টের পর নতুন একটি শব্দ শুনতে পাচ্ছি মব কালচার : ইশরাক  ◈ কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল ◈ হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ নিজ বাসায় খুন ◈ সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই যুবকের নামে ২১ মাদক মামলা!

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা-গাঁজাসহ দেলোয়ার হোসেন মাইকেল ও পরান হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে নতুন আরেকটি মামলা করে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে। তবে এর আগেও তাদের বিরুদ্ধে মাদকের ঘটনায় আরও ২০টি মামলা রয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে। মাইকেল রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে ও পরান চরমোহনা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, মাইকেল ও পরান চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাইকেলের বিরুদ্ধে পূর্বের ১১টি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি ও পরানের বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ মোল্লা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করেছেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহীদুল ইসলাম বলেন, আসামিদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়