মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানীরোধে বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে ধামরাই উপজেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণআদালত।
সোমবার (১০ মার্চ) সকালে পৌর শহরের ধামরাই বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাইদ। এ সময় ব্যাবসায়ী রমযান আলী, সবুজ, জাহিদ ও মোস্তফাকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাইদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯)৫২, ৫৩ স্থানীয় সরকার পৌর আইন ২০০৯(১০৯) ধারা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ধামরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।