শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ ◈ সেনাবাহিনী বিষয়ে ভলকার টুর্কের মন্তব্য নিয়ে যা বলল আইএসপিআর ◈ জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি! ভিডিও ◈ চাঁপাইনবাবগঞ্জে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  চালক নিহত   ◈ শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ রোহিত শর্মা অবসরে যাচ্ছেন না, খেলবেন ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট ◈ দুর্বল দলের বিরুদ্ধে কষ্টে জিতলো রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক ◈ শিশুকে বিষ পান করিয়ে হত্যাকারী সেই সৎ মা গ্রেপ্তার ◈ মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০১:৪৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৩৩ লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল সহ ৩ আসামী আটক

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪,৬৪,১১০/- (চৌত্রিশ লক্ষ চৌষট্টি হাজার একশত দশ) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে। 

অভিযানে ৩ জন আসামীকে আটক করা হয়েছে। ০৫ মার্চ ২০২৫ থেকে ০৯ মার্চ ২০২৫ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি, বাঁজি, নেহা মেহেদী, গরু, কিসমিস, বাসমতি চাল, এনার্জি ড্রিংকস, ডেক্সামেথাসন ট্যাবলেট, কিল পেটকিম ট্যাবলেট, সিগারেট, বাংলাদেশী হাড়িপাতিল, হুইস্কি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ইস্কাফ সিরাপ এবং ফেন্সিডিল। এসব মালামালের মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা। 

আটককৃত আসামীদের মধ্যে মোছাঃ রোকসানা আক্তার (৪৫), মোঃ মোস্তফা (৩৩) এবং মোছাঃ নূরজাহান বেগম (২৬) রয়েছেন। তাদের বিরুদ্ধে চোরাচালান ও মাদক ব্যবসার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে। এই অভিযানটি সীমান্তে মাদক ও অবৈধ মালামালের প্রবাহ বন্ধ করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়