শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০১:৪৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৩৩ লাখ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল সহ ৩ আসামী আটক

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪,৬৪,১১০/- (চৌত্রিশ লক্ষ চৌষট্টি হাজার একশত দশ) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে। 

অভিযানে ৩ জন আসামীকে আটক করা হয়েছে। ০৫ মার্চ ২০২৫ থেকে ০৯ মার্চ ২০২৫ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে চিনি, বাঁজি, নেহা মেহেদী, গরু, কিসমিস, বাসমতি চাল, এনার্জি ড্রিংকস, ডেক্সামেথাসন ট্যাবলেট, কিল পেটকিম ট্যাবলেট, সিগারেট, বাংলাদেশী হাড়িপাতিল, হুইস্কি, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ইস্কাফ সিরাপ এবং ফেন্সিডিল। এসব মালামালের মূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা। 

আটককৃত আসামীদের মধ্যে মোছাঃ রোকসানা আক্তার (৪৫), মোঃ মোস্তফা (৩৩) এবং মোছাঃ নূরজাহান বেগম (২৬) রয়েছেন। তাদের বিরুদ্ধে চোরাচালান ও মাদক ব্যবসার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে। এই অভিযানটি সীমান্তে মাদক ও অবৈধ মালামালের প্রবাহ বন্ধ করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়