শিরোনাম
◈ শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ◈ আমি বাসায় এসেছি, ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে: পিনাকী ভট্টাচার্য ◈ মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে ◈ পুরস্কার বিতরণে জায়গা হয়নি আয়োজক পাকিস্তানের, ক্ষুব্ধ শোয়েব ◈ স্টারলিংক বাংলাদেশে অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত খুলে দেবে: বিশেষজ্ঞদের মত ◈ বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট ◈ নারী ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড হবে পাকিস্তানে  ◈ পাকিস্তানে গিয়ে ভারতীয় ব্যাটারদের খেলতে না পারা আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি ◈ অর্থের উৎস নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কী? ◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার ধর্মসাগরে মিলল কোরাল মাছ!

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার কুমিল্লা : কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে মিলল সাগরের কোড়াল মাছ। গত কয়েক মাস যাবত এই দিঘিতে চাষ হচ্ছে সাগরের কোরাল মাছ। তারই ধারাবাহিকতায় স¤প্রতি এই দিঘি থেকে সাগরের কোরাল মাছ শিকার শুরু হয়েছে। প্রতিদিনই জেলেদের জালে কোরাল মাছ ধরা পরছে। স্থানীয়রা কৌতহলবশত দিঘির পাড়ে এসে ভীড় জমাচ্ছে এবং জালে আটক হওয়া এসব কোরাল মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

এই সব কোড়াল মাছ শিকারকারী জেলেদের সাথে কথা বলে জানা যায় , তারা মাছ শিকারের জন্য সাত জনের একটি দল বগুড়া সোনাতলা এলাকা থেকে এসেছে। জেলেদের একজন লিটন চন্দ্র দাস। তিনি জানান, গত কয়েকদিনে অন্তত ১৫ টি কোরাল মাছ পাওয়া গেছে। এগুলোর গড় ওজন ৬-৮ কেজি। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজি করে। 

আরেকজন জেলে মোঃ দুলাল মুন্সি জানান, শনিবার বিকেল ৩ টায় ধর্মসাগর দিঘিতে জাল ফেলেছেন। তাদের জালে ৩ টা কোরাল ধরা পরে। যার মধ্যে ২ টা কোরাল বিক্রি করেছেন ১৭ হাজার টাকা। একটার ওজন ৬ কেজি আরেকটির ওজন হয়েছে ৫ কেজি ৪ শ গ্রাম। আরেকটি মাছ বিক্রির জন্য রয়ে গেছে।

এদিকে, দিঘিতে সাগরের কোরাল মাছ চাষের বিষয়টি বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। দীঘির পশ্চিমপাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন বলেন, কোরাল সাগরের মাছ। সুস্বাদু মাছ ৷ এখন দীঘিতে চাষ হচ্ছে জেনে কিছুটা অবাক হলাম।

ধর্মসাগর দিঘিটি জেলা প্রশাসন ইজারা দেয়। বর্তমানে ইজারায় রয়েছেন ৪২ জন। তাদের একজন মোঃ তারেকুল ইসলাম। তিনি জানান বছর দুয়েক আগে এক জেলের পরামর্শে নোয়াখালীর চর আলেকজেন্ডার থেকে ৩০০ কোরাল মাছের পোনা আনেন। তখন এগুলোর ওজন ছিলো ২০০-২৫০ গ্রাম। দুই বছর পর একেকটি কোরালের ওজন হয়েছে ৫-৮ কেজি। ইজারাদার তারেক আরো জানান, মূলত যেসব দিঘিতে পর্যাপ্ত ছোট মাছ আছে সেখানে কোরাল চাষ করা সম্ভব। ছোট মাছ খেয়েই বড় হয় কোরাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়