ছাতকে যুবলীগ নেতা ইউপি সদস্য হেলাল গ্রেফতার
নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেলাল আহমদ (৪৫)কে পুলিশ গ্রেফতার করেছে। গত রোববার উপজেলার ধারন গ্রামের তার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ও ধারন গ্রামের আরশ আলীর পুত্র।
ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার মামলা নং-১৫, তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর আসামী হলেন হেলাল মিয়া। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।