শিরোনাম
◈ শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ রোহিত শর্মা অবসরে যাচ্ছেন না, খেলবেন ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট ◈ দুর্বল দলের বিরুদ্ধে কষ্টে জিতলো রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক ◈ শিশুকে বিষ পান করিয়ে হত্যাকারী সেই সৎ মা গ্রেপ্তার ◈ মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ◈ ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ ইংলিশ লিগে চেলসির জয়, ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ড্র ◈ শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ১৬ সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ◈ আমি বাসায় এসেছি, ভালো আছি তবে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে: পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলায় তালাকপ্রাপ্তা নারীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ খাইরুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক খাইরুল ইসলাম তানোর থানার সরনজাই (কাচারীপাড়া) এলাকার মোঃ সাজ্জাদের ছেলে। রোববার (০৯ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়,

ভিকটিম শিখা খাতুন (২৫) প্রায় ০১ বছর পূর্বে তার স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকেই পিতার বাড়িতে অবস্থান করছিল। উপরোক্ত বিবাদীর সাথে গত ০২ মাস পূর্বে পরিচয়ের সূত্র ধরে তিনি শিখাকে নানান সময় উত্যক্ত ও কুপ্রলোভন দেখিয়ে আসছিলেন।

এমতাবস্থায় গত ০২ মার্চ রাত্রী অনুমান ৭টার দিকে তানোর থানাধীন সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামস্থ জনৈক হান্নান হাজী এর গভীর নলকূপের বারান্দায় দেখা করতে গেলে বিবাদী জোরপূর্বক শিখা‘কে ধর্ষণ করে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। শনিবার দিনগত রাত সাড়ে ৩টা দিকে ধর্ষক খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়