শিরোনাম
◈ দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬ ◈ জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ ◈ তিন মাসে ৩ দেশ সফরে যাবেন ড. ইউনূস ◈ নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনার প্রতি জোর: ভারত 'অন্তর্ভুক্তিমূলক' নির্বাচনের আহ্বান জানিয়েছে: টেলিগ্রাফের প্রতিবেদন ◈ সরকার সাবেক ৬৪ সচিবের আমলনামা যাচাই করবে ◈ ব্যবসায়ীকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট ◈ সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে! ◈ ধনী মনে করে বিয়েতে রাজি হওয়ার পর সর্বস্ব লুটে ! ◈ এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের চ্যাম্পিয়ন হলো ভারত ◈ তামিম ইকবালের অপরাজিত শতকে মোহামেডানের বড় জয় 

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে রস্কাউট সদস্যদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার চৌরাস্তায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়ক ও পূর্বধলা-নেত্রকোনা সড়কের চার পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু ঘটনা স্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন স্থগিত করার আহবান জানান এবং পূর্বধলা থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছাড়ে।

রবিবার সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পূর্বধলা বাজার ও থানা রোড হয়ে চৌরাস্তায় অবরোধ কর্মসূচী পালন করে।

এর আগে গত শনিবার (৮ মার্চ) শাপলা কাব ও স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশ নেওয়া ৭ স্কাউট সদস্যের উপর হামলা চালিয়ে গুরুত আহত করেছে দুবৃত্তরা। আহতরা পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে ৩জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ও বাকি ৪জনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের দাবি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হামলা চালিয়েছে।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার উপজেলার শ্যামগঞ্জের জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩জন স্কাউট অংশ নেয়। লিখিত পরীক্ষা শেষে দুপুরে কেন্দ্রের পাশ্ববর্তী সোয়াই নদীতে সাঁতার মূল্যায়ন শেষে ফেরার পথে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্য সহকারী শিক্ষক (শরীরচর্চা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর জানান, হামলাকারীরা ইলেক্ট্রিক ডিভাইস ও রড দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত আক্রমণ করে। এতে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য আরাফাত আকন্দ (৯ম শ্রেণি), তানভীর আহমেদ (এসএসসি পরীক্ষার্থী), জুবায়েদ (১০ম শ্রেণি), সোয়াদ মুহাম্মদ স্বচ্ছ ( ৯ম শ্রেণি), সাবিকুল হাসান মহৎ (৯ম শ্রেণি), খালিদ হোসেন আনবী (৯ম শ্রেণি) ও রাব্বী (এসএসসি পরীক্ষার্থী) আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আরাফাত আকন্দ, তানভীর আহমেদ ও জুবায়েদের অবস্থা গুরুতর হওয়া তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটের সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। তবে কারা হামলা করেছে তা তিনি বলতে পারছেন না। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে পুলিশ তৎপর রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়