শিরোনাম
◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তার জোরদার, ২৪ ঘন্টায় গ্রেফতার ১৯৯ ◈ সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন ◈ কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি এমএলএম কোম্পানিতে টাকা না রাখতে  ◈ ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ আপন দুই ভাইসহ তিনজনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যা: এলাকা পুরুষ শূন্য, যা জানা গেল ◈ বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতি: পরিচয় মিলেছে দুজনের  ◈ মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ ◈ ব্রাজিলের যেখানে যৌথভাবে মাছ শিকার করে মানুষ ও ডলফিন! ◈ ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১০:২০ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বঙ্গোপসাগর থেকে ১১ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় ১১ জন রোহিঙ্গা ও বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের আরাকান আর্মি। এ সময় দুটি ট্রলারসহ তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌঘাট ও শাহপরীর দ্বীপ জেলেপাড়ার নৌঘাটের বাসিন্দা।

আটক জেলেদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিন (৩৭), মোহাম্মদ জুবায়ের (১৮), নুর আলম (৫৭), সৈয়দ হোসেন (২৮), আব্দুল হামিদ (৬০) এবং শাহপরীর দ্বীপের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমান (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ মহিউদ্দিন (৪৬) এবং কক্সবাজার জেলার মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) রয়েছেন।

এদিকে ট্রলার মালিকরা জানান, গত ৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মাছ শিকারকালে মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এর পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রশাসন এবং বিজিবিকে জানানো হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে ২৯ জন জেলেকে আটক করে মিয়ানমার আরাকান আর্মি, যাদেরকে ১৭ দিন পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়