শিরোনাম
◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তার জোরদার, ২৪ ঘন্টায় গ্রেফতার ১৯৯ ◈ সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন ◈ কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি এমএলএম কোম্পানিতে টাকা না রাখতে  ◈ ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ আপন দুই ভাইসহ তিনজনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যা: এলাকা পুরুষ শূন্য, যা জানা গেল ◈ বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতি: পরিচয় মিলেছে দুজনের  ◈ মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ ◈ ব্রাজিলের যেখানে যৌথভাবে মাছ শিকার করে মানুষ ও ডলফিন! ◈ ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০২:৫৩ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মা.দক নেওয়া দেখে ফেলায়’ তুলে ফেলা হল দুই চোখ

মাদক নেওয়ার ঘটনা দেখে ফেলায় যশোরে বকচরে এক ব্যক্তির দুই চোখ ‘তুলে ফেলার’ অভিযোগ পাওয়া গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত শহিদুল ইসলামের অবস্থা ‘আশঙ্কাজনক’; তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর : বিডিনিউজ২৪

শহিদুলের স্ত্রী হাসনা বেগম বলেন, তার স্বামী পেশায় কৃষক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি বকচরের ‘নয়ন প্লাস্টিক’ কারখানার পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে স্থানীয় সাদ্দাম ও শাহ জামালসহ চার থেকে পাঁচজন মাদক সেবন করছিলেন।

হাসনা বেগম অভিযোগ করেন, তাদের দিকে তাকানোর কারণে শহিদুল ইসলামকে মারধর করা হয়। একপর্যায়ে দুই চোখ উপড়ে ফেলে তারা।

এরপর আশপাশের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী বলেন, শহিদুল ইসলামকে রাত ৯টা ১৭ মিনিটে হাসপাতালে আনা হয়। দুই চোখ তুলে ফেলায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, সন্ত্রাসীরা শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়