শিরোনাম
◈ চূড়ান্ত লড়াইয়ের আগে চ্যাম্পিয়নস ট্রফির সেরা যারা ◈ বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে, মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি  লাইনচ্যুত ◈ চীন-পাকিস্তানের যোগসাজশ দিল্লির জন্য যুদ্ধের আশঙ্কা : ভারতের সেনাপ্রধান ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত কীভাবে সুবিধা পাচ্ছে ব্যাটিং কোচ বুঝতে পারছেন না ◈ নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেফতার ◈ শেয়ারবাজারে এক সপ্তাহে মূলধন কমেছে ২২ হাজার কোটি টাকা ◈ মধ্যরাতে ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, উত্থাপিত হয়েছে ২ দফা দাবি (ভিডিও) ◈ অক্সিলারি ফোর্স কী? হঠাৎ ঢাকায় কেন এই ফোর্স নিয়োগ দিচ্ছে পুলিশ? ◈ আগামী ২০ এপ্রিল বাংলাদেশে-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০২:৩০ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট : নবীগঞ্জে দুই ইউপি সদস্য গ্রেফতার

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দিলবাহার আহমেদ দিলকাছ (৫৮) ও ইকবাল হোসেন (৪৫)। দিলবাহার আহমেদ কুর্শি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং কুর্শি গ্রামের মৃত তরিক আহমেদের ছেলে। ইকবাল হোসেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৃৃহস্পতিবার বিকালে কুর্শি ইউনিয়ন পরিষদের সামন থেকে দিলবাহার আহমেদকে গ্রেফতার করা হয়। বিগত সরকারের আমলে দিলবাহার সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করেছেন। অন্য দিকে বৃহস্পতিবার ভোররাতে আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়।

ওসি কামাল হোসেন বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেটকার পোড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার তদন্তে দিলবাহার আহমেদ ও ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়