শিরোনাম

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে   মাটি কাটার অপরাধে দুইজনের ১ লক্ষ টাকা জরিমানা

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি:জেলার  বোয়ালমারী উপজেলায় মাটি কাটার অপরাধ দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। 
 
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এ আদালত পরিচালনা করা হয়।
 
আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটার দিয়ে মাটি কাটছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে  পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমদাদ কাজীকে (৪০) ৫০ হাজার ও আশিক মন্ডলকে (২৩) ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। ২০১০ এর ৪ ধারা ও ২০২৩ সালের ১৩ ধারায় এ জরিমানা করা হয়।
 
ইমদাদ কাজী সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে ও আশিক মন্ডল ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়