দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে আইনের লোক পুলিশ পরিচয় দিয়ে প্রবাসীর বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার(৫মার্চ) দিবাগত রাত ২টা-৩টার মধ্যে উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিম পাড়া মুকবুল হাজীর বাড়িতে।এ সময় ডাকাতরা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা,তিন হাজার দুবাই দিরহামসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।
এ খবর পেয়ে আজ বৃহস্পতিবার(৬ মার্চ) সকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।বিষয়টি খটিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার(৫মার্চ) দিবাগত রাত দুই টার দিকে উপজেলার জিংলাতলী গ্রামের প্রবাসী হাজী মুকবুল হোসেনের বাড়িতে আইনের লোক পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। হাজী মুকবুল হোসেন দরজা খুললে অস্ত্রধারী মুখোশ পড়া ডাকাত দল ঘরের ভিতর প্রবেশ করে প্রবাসী হাজী মুকবুল হোসেন ও তার স্ত্রীর গলায় ও পেটে রামদা ধরে দুই জনের হাত পা বেঁধে ফেলে। পাশের রুমে থাকা দুবাই প্রবাসী ছেলে সাকিলেরও অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলে। এ সময় ডাকাত দল ঘরের ভিতরে আলমারী ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, ৩ হাজার দুবাই দিরহাম, তার স্ত্রীর গলার চেইন, কানের দুল এবং তার পুত্রবধূর দুই ভরি স্বর্ণের জিনিস, দুটি দামি মোবাইল ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী হাজী মুকবুল হোসেন বলেন,ডাকাত দল নিজেদেরকে আইনের লোক পুলিশ বলে দরজা খুলতে বলে, আমি দরজা খুলে দেই। ঘরে ঢুকেই রামদা-ছুরি ধরে আমাকে ও আমার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলে।পাশের রুমে থাকা আমার ছেলে দুবাই প্রবাসী সাকিলেরও হাত পা বেঁধে ফেলে।এরপর ডাকাতরা ঘরের ভিতরে আলমারী ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা,৩ হাজার দুবাই দিরহাম, তার স্ত্রীর গলার চেইন, কানের দুল এবং তার পুত্রবধূর দুই ভরি স্বর্ণের জিনিস, দুটি দামি মোবাইলসহ অন্যান্য জিনিস পত্র লুট করে নিয়ে যায়।খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে গেছে।
দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,ডাকাতির সংঘটিত ঘটনার খবর শুনে আজ সকালে অফিসার এসআই সাইদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়েছি।প্রাথমিকভাবে সে আমাকে জানিয়েছে পূর্বশত্রুতার জের ধরে ডাকাতির ঘটনা ঘটতে পারে।ভুক্তভোগীর অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।