সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি : জেলার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেছে একটি বেপরোয়া ট্রাক। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে ভাঙ্গা সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, সকালে একটি ট্রাক ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিলো। এ সময় হঠাৎ করেই পানপট্টির মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তারপর কিছুটা দূরে গিয়ে একটি দোকানের শার্টার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মোটরসাইকেল, জুতা এবং মুদি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে বাজারে লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।