শিরোনাম
◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার ◈ বাজারে প্রবাহ বাড়ায় ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে ◈ উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী: রুহুল কবির রিজভী ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে ◈ ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল ◈ ওয়ানডে থেকে বিদায় নেয়ায় মিরপুরে মুশফিক ‘গার্ড অব অনার’ পেলেন  ◈ সাবেক গভর্নর আতিউরসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা হ্রাস করল জাতিসংঘ ◈ রাজধানীতে নিরাপত্তার জোরদার,  গ্রেফতার ১৮৭, মামলা ৬৪ ◈ ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব সম্পর্কিত বিশ্ব সভায় যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই সাবেক এমপি এম এ মালেক ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: সাভার ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি এম এ মালেককে গ্রেপ্তার করেছেন সাভার থানা পুলিশ। গতকাল রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার ৪টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংপুর এলাকার বাসিন্দা। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪ সালে ভোট বিহীন(সিলেকশনে)সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করলেও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের কাছে পরাজিত হন। তিনি বর্তমানে রাজধানী মিরপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি ছাত্র-জনতার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এম এ মালেককে মিরপুর এলাকায় আছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতা হত্যা ৪টি মামলা রয়েছে। আজ(০৬ মার্চ) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করা হয়।জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়