মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: সাভার ছাত্র-জনতা হত্যা মামলার আসামী ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি এম এ মালেককে গ্রেপ্তার করেছেন সাভার থানা পুলিশ। গতকাল রাতে তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার ৪টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।
এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংপুর এলাকার বাসিন্দা। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪ সালে ভোট বিহীন(সিলেকশনে)সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করলেও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের কাছে পরাজিত হন। তিনি বর্তমানে রাজধানী মিরপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি ছাত্র-জনতার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এম এ মালেককে মিরপুর এলাকায় আছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতা হত্যা ৪টি মামলা রয়েছে। আজ(০৬ মার্চ) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করা হয়।জানান পুলিশের এই কর্মকর্তা।