শিরোনাম
◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুশিয়ারা নদীর চর কেটে মাটি-বালু বিক্রি

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে মাটি ও বালু বিক্রির ঘটনা ট্রাক আটক করে জরিমানা করার পর এবার মাটি এবং বালু বিক্রির ঘটনায় সম্পৃক্ত মূলহোতাদের ধরতে ফের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। ৫ ফেব্রæয়ারি বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে মাটি ও বালু বিক্রি করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিনের নেতৃত্বে একদল আনসার সদস্য উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকায় কুশিয়ারা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধ মাটি ও বালু বোঝাই ৩টি ট্রাক আটক করা হয়। পরে নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কুশিয়ারা নদীর চর কেটে অবৈধভাবে বালু বিক্রির ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে ট্রাক চালক মতিউর রহমানকে ৫০ হাজার টাকা ও অবৈধভাবে মাটি বিক্রির ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে ট্রাক চালক হীরা সরকারকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। 

এদিকে ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মাটি ও বালু বিক্রির ঘটনায় সম্পৃক্ত মূলহোতাদের ধরতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করে। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই সটকে পড়েন মূলহোতারা।

স্থানীয় সূত্র বলছে, দীঘলবাক ইউনিয়নের কসবা এলাকার বিভিন্ন পয়েন্টে তথ্য আদান প্রদানের জন্য একাধিক নিজস্ব (সোর্স) লোক বসিয়ে রাখে অবৈধ মাটি এবং বালু বিক্রির ঘটনায় সম্পৃক্ত চক্রটি। এজন্য সোর্সদের পারিশ্রমিকও দেয়া হয়। 

আশপাশ এলাকায় প্রশাসনের গাড়ি দেখামাত্রা বিভিন্ন পয়েন্টে থাকা সোর্সরা ঘটনাস্থলে ফোন দিয়ে প্রশাসন আসার খবর জানিয়ে দেয়। ফলে দ্রুত তারা সটকে পড়ে। এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর কেটে অবৈধ বালু ও মাটি বিক্রির ঘটনায় সম্পৃক্ত মূল অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদীর চর কেটে অবৈধ বালু ও মাটি বিক্রি বন্ধে প্রয়োজনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়