শিরোনাম
◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ০১:৫৩ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।

মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, গেল বছরের ৫ আগস্ট পতিত সরকারপ্রধান পালিয়ে যাওয়ার পর থেকেই আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের একটি রুম ভাড়া নিয়ে সেখানেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি।

তিনি আরও জানান, সাবেক এমপি আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। এই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেফতার করা হয়। এছাড়া নীলফামারীর ডিমলায় হত্যা চেস্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেস্টা ( মামলা নং২২, তারিখ ১৭-০৯-২৪) মামলার আসামি তিনি।

পুলিশ কমিশনার জানান, আফতাব উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ছিলেন। এছাড়া বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তার নামে। তাকে কোতয়ালী থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়