শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি ◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পরিবহন থেকে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার আটক ২

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে দুই যাত্রীকে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। মঙ্গলবার রাত ১ টা দিকে চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি সদর ব্যাটালিয়নের সামনে এ অভিযান চলানো হয়। 

আটককৃরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মরহুম খোদাবক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

মঙ্গলবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোমবার দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসটি সনাক্ত করে। (ঢাকা মেট্রো ব ১৫-০৪৫৬) পূর্বাশা পরিবহন বাসটি বিজিবি সদর ব্যাটালিয়নের সামনে থামিয়ে সন্দেহজনক দুই যাত্রীর দেহ তল্লাশী করা হয়।

তল্লাশীর একপর্যায়ে দেহে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮ টি স্বর্ণের বার, ২টি মোবাইল ও ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে ও জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়