শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আমনুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ও শিবগঞ্জের মনাকষায় ট্রলির সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  বুধবার বিকেলে আনুরায় ও সকালে মনাকষায় এদুটি দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলার গ্রামের  আলেক শেকের ছেলে এরাদুল ইসলাম ডালিম (৪৫) ও শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মাসুদ রানা (২৮)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বুধবার বিকাল ৪ টার দিকে একটি ট্রাক যাচ্ছিল। একই সময় ডালিম মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিক থেকে নাচোল যাচ্ছিল। ফলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের রাজশাহী গোদাগাড়ী সড়কের আমনুরা বাজার এলাকায় ডালিম ট্রাককে ওভারটেক করার সময় ছাগলের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলে মারা যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। অন্যদিকে মনাকষা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য জেম আলী জানান, বুধবার সকালে মাসুদ মোটরসাইকেলযোগে  মনাকষা থেকে শিবগঞ্জে যাওয়ার পথে বনকুল মোড়ে ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে মাসুদ গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তবে তার আগেই সে মারা যায়। বর্তমানে (বুধবার বিকেল) মাসুদের মরদেহ তার বাড়িতে রয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বলেন, সকালে স্থানীয়রা আহত অবস্থায় একজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।  

এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়। হাসপাতাল থেকে তাকে রেফার্ড করা হয়। তবে মারা গেছে কিনা তা জানা নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়