তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি : ৫ ফেব্রোয়ারী (বুধবার) দুপুর ১২.৩০ মিনিটের সময় শেরপুর কানাশাখোলা বাজার সংলগ্ন রাস্তায় প্রকাশ্যে রাজা মিয়া ( ৪০) নামে একজন গাজাঁ সেবন কারী কে আটক করে ভাম্যমান আদালত । এ সময় তার সাথে থাকা চল্লিশ পুরিয়া গাঁজা জব্দ করা হয় ও রাজা মিয়ার বাড়ী নবীনগর বলে জানা যায়।
আদালত পরিচালনা কারী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করা হয় । মামলা নং-১১/২০২৫ প্রসিকিউটর ছিলেন মোঃ আল মাসুদ উপ-পরিদর্শক জেলা মাদক নিয়ন্ত্রক শেরপুর ও বিভিন্ন কনেস্টবল উপস্থিত ছিলেন । পরে আদালত প্রাঙ্গনে জব্দকৃত গাজাঁ আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।